অচল শহর
- আরিফুল হক - অপ্রকাশিত

অচল শহরের সচল কাব্য, শুরু অদ্য,
একটু আগেই দেখেছিলাম গড়িয়ে চলে ভিখিরির দল,
গান গেয়েছে সদ্য!
রাতের ভেতর গোপন ব্যথায় শহর কাঁদে,
মুখ ডুবিয়ে স্বপ্নবাজ কারো কাঁধে,
ফাঁদ পেতেছে রঙিন ভুবন, ফাঁদের রাজ্যে টালমাটাল
যৌবনের ভরাকাটাল!
এর ভেতরে এক মাতাল গান ছুঁড়েছে! আকাশে পানে
সারা আকাশ সীসায় ভরা! গানের জায়গা কোনখানে!
অচল নগর, মরার খাটের সচল চলা!
কারো দখল মৃত্তিকাতে,
কেউবা বিলীন অগ্নিতে!
অচল শহর! শুনতে পেলে? গান চলেছে অদ্য!
সময়টাযে এক মাতালের হঠাত লেখা পদ্য!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।