চাইতেই পারি অথবা পারো
- আরিফুল হক - অপ্রকাশিত

স্বাতী শোন,
চাইতেই পারি একবেলা ছুটি তোমার কাছে! নীলচে পাহাড় ঘুরে এসেও বলতে পারি- ভালোবাসি তোমার হাতের এককাপ চা! তুষার ঝড়ের ভেতরে দাঁড়িয়ে দেবোনা আড়ি! সত্যি বলছি! জলধের কাজল পরা চোখে দিন শেষে যখন তোমার হাসি ঝমঝমায়! তখন নাহয় যেতে যেতেও কয়েকবার ফিরে চাইবো অনেকবার,যদি শেষে চোখ পোড়ায়! চাইতেই পারি, অনন্তকালের হাতের বাঁধন! ধরতে যদি না চাও, তাতে বয়েই গেলো আমার। তোমারও তো চাওয়া অনেক, ফিসফিসিয়ে গায়- বলতে চাইলে বলে ফেলো, সময় আছে অপার!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।