আকাঙ্ক্ষা!
- আরিফুল হক - অপ্রকাশিত
ভেজা পায়ে মাটির বুকে দাগ কেটে যায়,
সে অবলীলায়!
লালচে মাটির বুকে ধুসর জীবনের রেখা,
আমি হই একা একা!
কতবছরের ঘুম দিয়ে অবেশেষে,শীতঘুমের সাপ!
আড়মোড়া দিয়ে অভিশাপ!
জ্বালায় তোমার বুকের ভেতর, নলখাগড়ার বন,
উলুধ্বনির শিহরন!
আজ হয়েছি মাটি,পিঠের বাইরের দিকে আঁচড়!
কোথায় ছিলে এতবছর?
ছিলাম তোমাদের ঘরেই, মাচাঘরে হামাগুড়িতে,
চাইনি তো জড়াতে!
হাঘরে, হাভাতের দল কালো কালো দাঁতে,
জাগছে দেখো প্রভাতে!
ভেজা পায়ে দাগ দিয়ে গেলে বুকের উপর!
হইনি কতদিন আদর!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।