অবাস্তব
- আরিফুল হক - অপ্রকাশিত

তুমি স্বপ্ন দেখেছিলে, অথচ স্বপ্নই ছিলো তোমার বড় বিবাদী! অভাবী
ঘরের ভেতর-আলোর ক্ষীণ রেখা! বেহিসাবী ছিলে এমন সবার দাবী!
স্বপ্নের ঘরে স্বপ্নের রৈখিক চলাচল, বিপ্রতীপ কোনের মত অবিশ্বাস
ছেদ করে যায় অনেক কষ্টে গড়া সম্পর্কের, বন্ধ হয়ে যায় শ্বাসপ্রশ্বাস!
ভেবেছিলে কখনো? এমনও দিন শেষে, ভাবাবেগ সব ধুলায় লুটাবে!
শেষরাত্তিরের ঝড়ো বাতাসে মৌন ভালবাসা দ্বিধাহীন মাথা কুটবে!
তুমি স্বপ্নই দেখেছিলে, শুধু স্বপ্নের রেশটুকু রাখোনি, ছুঁড়ে ফেলে দিয়ে
অবাক ব্যথায় ক্ষয়ে গেছে কিছু বাঁ পাশ দিয়ে, দেখেনি কেউ ভুলে ছুঁয়ে!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।