কথা ফুরায়না
- আরিফুল হক - অপ্রকাশিত
স্বাতী,
আজ দিনের শেষে কথার শেষ হয়নি,
আবেগী প্রানের গোধুলী, হঠাত আলুনী!
কেন এমন হয়?
কিসের এত ভয়?
গুনটানা কাঁধে দগদগে ঘা, শুকায়নি!
মাঝির মন খারাপ! দুঃখ ফুরায়নি!
স্বাতী,
জীবনে এসেছে ঝিমুনি, পোয়াতী কুকুরের মত
কষ্টে কুন্ডলী, হতাশার হাসি কাদছে যত!
এখনো কথার প্রতিধ্বনি, একপেশে বাতাস
কালচে হয়ে যাওয়া আমাদের আকাশ,
এমনি ফুরাবে?
অযথাই হারাবে?
স্বাতী, কলতলার দিন শেষ,
অথচ সে দিয়েছিল অশেষ!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।