জননী
- আরিফুল হক - অপ্রকাশিত
জননী আমার! অনেক দহনে, যন্ত্রনায়-
এনেছো ধরায়!
কেমন করে বুকের ভেতর জড়িয়ে
রেখেছো, যদি মানিক হারায়?!!
পারিনি মাগো! পারিনি হাসাতে তোমায় অনেকদিন
সম্পর্কের টানাপোড়ন কেমন করে হৃদয়হীন!
অমানুষ আমি!
জননী আমার কেমনে দিয়েছিলে দোল
বুকের কাছে! দোলনায়!
এখন তুমি অসহায়!
আমি পিশাচের মত কল্পনায়
অন্যখানে হাসি!
অথচ তুমি এখনো বল, আয় বাপ আমার
তোরে বড় ভালবাসি!
শুকিয়ে গেলি কেন বাবা আমার!
কাছে আয়! রোদে পুড়েছিস আবার!
জননী আমার! মাগো -
অনেক দিন হলো তোমার কোলে ঘুমাইনি
আমিতো তেমন বুড়িয়ে যাইনি!
এবার এলে হাত বুলিও মাথায়!
আর যাবোনা মাগো, দূরে!
হাত ছুয়ে বলছি তোমার পায়ের পাতায়!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।