বিলাপ অথবা অভিশাপ
- আরিফুল হক - অপ্রকাশিত
আহারে বাছা আমার! কেমনে বলি তোরে,
এমন দিনে তুই পালিয়ে যাস!
আমি খুঁজে বেড়াই, আকাশে,পাতালপুরে!
আয় দেখি তোরে মনে বড় আশ!
টেনে নিয়ে গেলো, তোরে ছেঁচড়ে, হিচড়ে!
জামাটা গেলো ছিঁড়ে, পড়ে আছে আংগুল তোর,
নখ কাটিসনি দেখছি! এমন কেউ করে??
কোথায় গেলি?? কাদের এতো জোর!!
আহা! আমার বুকের ভেতর সাপেরা বাসা বাধে
কত করে খুঁজি তোরে, এমনি করে কেউ সাধে??
আহারে পরান আমার, কই গেলি বাপ!
কোন বিষে আমার এমন অভিশাপ!
শয়তানের দলের এমন হাসি
তোকেই নিলো, আমি কই ভাসি?
প্রানের ধন আমার
চোখটাও উপড়ে নিয়েছে আবার?
অভিশাপও নাই, জঞ্জালের ভেতর ঘুমাই,
অথচ চারিদিকে অট্টহাসের বড়াই,
ভ্রুর নিচে কাটা দাগের কসম,
ফিরে আয়,
ওরা সব পিশাচীর খসম!
ফিরে আয়!! বুক ধরফরায়! ফিরে আয়
দিন চলে যায়!!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।