মৃত্যু-৪
- আরিফুল হক - অপ্রকাশিত

আমারে এসে নিয়ে যাবে সে
সকালে অথবা সন্ধ্যায়,
অনেক হয়েছে যাবে এসো
এখানে থাকা কি আর মানায়??
তোমার সাথে সাথে চলেছি অনেকদিন
তুমি বোঝনি আমাকে হে হীন।
তোমাকেই ভালবাসি সেতো খুব রঙিন,
তোমার জন্ম আমাতেই লীন
পেছনে থাকুক সব উত্তরসুরী-
কাঁদুক তোমার গড়া নতুন সব পুরী
রাতের বেলার সব সব অন্ধকার,
ঢেকে দিয়ে যাক তোমার অহংকার
চেনোনি আমাকে?? মৃত্যু আমি চেনোনি-
তোমার সাথেই আমার জন্ম এতোদিনেও বোঝনি
অবোধ তুমি আকুলি বিকুলি কান্না,
শেষ এবার এখানের ঘরকন্না!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।