সভ্য হইনি তো!
- আরিফুল হক - অপ্রকাশিত

আমরা মাঝে মাঝে বড় অবাক অবুঝ,
ইটের দেয়ালে শ্যাওলা জমেছে সবুজ!
ঝড়ো বাতাসে সে দেয়াল থরথরি কাঁপন,
কেউ কি বলে তুমিই বড় আপন??
আমরা বর্বর জনপদে বর্বর জীবনে
কি করে যেন বাধা দিয়েছি স্বপনে!
স্বপন সেতো আর একজনের কথা!
ভাংগেনি অনেক অনেক পুরান প্রথা!
যেমন কমেনি জিঘাংসা কারো
খুবলে খেয়েছে কে যেনো আবারো!
কে সে? কোথায় তার লুকানো চোখ
কেমনে পায় সে এমন সুখ!
বড় অবুঝ আমরা, হেলায় করি খেলা,
সবাই ঘুরে ফিরে করে তাকেই অবহেলা!!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।