মাগো তুমি কই?
- আরিফুল হক - অপ্রকাশিত

মাগো ! আমি অনেক দূরে, ফেরা আর হবেনা,
হায়েনারা খুবলে খেয়েছে আমায়- সকাল বেলা
ঝটতি বুটের তালে ধরে নিয়ে গিয়েছিল- মাগো!
শিশু আমি! শক্ত হাতেই সাঙ্গ আমার খেলা!
মাগো সে কতদিন ধরে দেখিনা তোমায়- তিনদিন
হোল, দুধের জন্যে মন যে কেমন করে,
এমন করেই নিলো আমায় ধরে?
তুই যে কাঁদবি মাগো প্রতিদিন!
দেখেনি তারা শকুনের দল, খিক খিক হাসিতে
গুলির শব্দ ঢেকে যায়! আমাদের পাহাড়ে আগুনের
গোলা! কেউ আসেনি মাগো বাঁচাতে!
পুড়ে গেছে শরীর তোমার সোনার পুতুলের!
কাদাগোলা পথে মাগো পড়েছিলাম, মাড়িয়ে
গিয়েছে ভীতু সব আদম সন্তান, দেখেনি কেউ মাগো,
ছোঁয়নি আমায় কেউ, ছুঁয়েছিল যারা বেয়নেটে বাড়িয়ে!
এসে বলোনা আমায়- তুমি এবার জাগো!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।