মৃত্যু-৩
- আরিফুল হক - অপ্রকাশিত

স্বাতী!
নক্ষত্র প্রতি রাতেই মরে প্রথমবারের মত-
চোখ ধাঁধানো কালো ছেয়েছ সেই কবে, অপরিনত -
ডানার নিচে তোমার ঠাই নিয়েছে ডাহুকের দল
তোমার বুকে পানাপুকুরের জল!
সারাবিশ্ব ধায়, ইচ্ছে করে ছড়ায়-
কত দুরত্বের শেষ হয়েছে, নগরী ক্লান্ত ঘুমায়
ঘুমায়না ক্লান্ত তোমার চলা,
স্বাতী!
নক্ষত্রেরা যেন ঠিক মরেনা,
শেষরাত্রিতে ঘুমিয়ে পড়া আগুনখেলা সার্কাস
সম্পর্কের হাসফাস,
পানাপুকুর দীঘির জলে ভাসে, ডাহুকের দীর্ঘশ্বাস
মরেই প্রথমবার
ইচ্ছে হল ফিরে তাকাবার!!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।