নাম নেই, তাদের নাম দিতে নেই
- আরিফুল হক - অপ্রকাশিত

তারা তাদের পথে কাটাগুল্মের ঝোপ-
দুপায়ে দলে এগিয়ে যায়!
ছোট ছোট শিশুর দল কোলাহল বিমুখ,
ভীতিকর অন্ধকার!
সুউচ্চ টিলার দল মুখ বাকিয়েই আছে, আছে মৃত্যুভয়!
হায়! পথ তো আর ফুরায় না!
চোখের কোনে জমেনা পিচুটি! ঘুম নেই!
-বাবা ওদিকে যেওনা!
শিশুর কান্না!
পথ হয়নি জানা! এ জীবন আর সয়না!
কেউ তাদের নেয়নি! নিতে তাদের নেই,
নাচে পিশাচ মুচকি হাসিতেই!
সবুজ বনে অবুঝের দল, নদী তীরে হাপায়!
ওপাশে নিরাশার আশায়!!
রক্তের ও তো শেষ আছে, শুধু নেই আশার! হায়!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।