মৃত্যু- ২
- আরিফুল হক - অপ্রকাশিত

আমি একা কথা কই, সে শুনেও শোনেনা,
আমি একা হেটে যাই, সে দেখেও দেখেনা,
কথোপকথনে নাই উল্লাস! বিমর্ষ সন্ধ্যা বকুল,
ভরাট হয়ে যায় কাদামাটি ভরা নদীর দুকুল!
এখনি যেওনা বললেও না শোনার ভানে,
সে গিয়েছিল সেইখানে,
একাকী প্রনয় ছুঁয়েছিল যাকে, তাকে
দেখেও দেখেনি এক ফাঁকে!
একা হাসি, একাই গাই,
জীবন এক ভিষন জ্বালাই!
আজো মৃত্যু হল এক নক্ষত্রের!
কি দরকার আর প্রমানের????


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।