বাহাস!
- আরিফুল হক - অপ্রকাশিত

সে-
এখন কি হবে তাতে তোমার কি?
উইঘরের ঠুনকো বাসা,
ভেংগে যাওয়ার ভয় আর কি!
বর্ষা এলেই নাহয় একবার ভাসা!
আমি-
শৈত্যের বাতাস ঠোঁটে ধরায় ফাটল,
ভীষন নিষ্ঠুর কেন! কেটে দিয়ে যায় যেন,
রাংগানো ফুলের গর্ভবতীর দল,
কেমন যেন মিইয়ে গেছে শোন!
সে-
এদেশে তুমি ঠাই পাবেনা ঠিক,
কালো কালো পিশাচের দল হাসে!
এবেলা চলেই যাও ওপারে, সঠিক-
সময় নাহয় এলেই যাব আমি ভেসে!
আমি-
দাঁতরাংগা ফুলের গন্ধ শরীরে তোমার,
বোঝা ঠিক যায়না কি যায়,
বোঝনা এখানেই তোমার আমার
জীবন সেই তো বার বার ফেরায়!!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।