তোমাকে বলছি!
- আরিফুল হক - অপ্রকাশিত

আমি অনেক হেটেছি, রাজপথ অথবা
কাদাগলিতে,
দেখেছি কিছু বুনোফুল, হাসিতে আটকে
প্রজাপতির ফাদে!
দেখিনি এমন, যেমন তুমি আমাকে দেখেছ,
একাকী রাতে,
মৌনতার বিষাক্ত এক রূপ, ছিঁড়েখুঁড়ে
আমায় প্রভাতে,
ভাবতে দিল তোমায়, যে তাকাও অপলক
চোখে!
সেখানে নেই ভালবাসা, আশ্বাস জমা
প্রনয় নেই তাতে!
এসেছি, কিন্তু আগের মত
ঢাকিনি ক্ষত!
রক্ত পড়ুক জমুক কিছু ব্যাথা,
ভাবতে গিয়ে আমাদের কথা!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।