কতদিন পরে
- আরিফুল হক - অপ্রকাশিত
কতদিন পরে তোমাদের দেশে এলাম,
এখানে উদলা মাঠ উপরমুখি, আকাশ পানে করে হাহাকার!
চাতক পাখির দল এখন আর গলা ফুলিয়ে হা করে নেই,
বৃষ্টির আশা নেই!
পথের ধারের ছোট হলুদ ঘাসফুলের দল লুকোচুরি আর খেলেনা!
মুখব্যাদান করে থাকে আজন্ম তৃষিত ভুমি।
হঠাৎ খোলা মাঠটার কেমন আহাজারি – তালগাছ গুলো খুন হয়ে গেছে!
কতদিন পরে তোমাদের দেশে এলাম, মরাগুল্মের লতা জানায় স্বাগতম।
পুকুরপাড়ের সুপারিগাছের ঘাট পেছল হতে আর পারেনা, বিলীন মহাকালে।
চালতাগাছের ঝুঁকে পড়া বন্ধ! কাদাঘোলা পানি,
কাদার অলিগলিতে নেই মুখথুবড়ে পড়া শামুকের মিছিল,
বন্ধ শিমুল গাছে লাল ফুলের সাথে টিয়ার ঝগড়া!
কতদিন পরে এলাম, ফেরা বোধ হয় আর হবেনা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।