খুনি
- আরিফুল হক - অপ্রকাশিত

ঠিক এই মুহুর্তে যদি আমাকে বল- তুমি কি চাও?
আমার ঘোর লাগা চোখে ঝিলিক দিয়ে উঠবে, ডুব সাঁতার দেয়া
আকাঙ্ক্ষা! বড় অপরিমিত অথবা ক্রূর!
একসময় ছিলো আহবানে আ-ভূমি লুটিয়ে পড়ে ভেবেছি
এটাই কি শেষ জীবনের গান! গেয়ে যাই যা-
কখনো নিধূবাবুর টপ্পা!অথবা মান্না দের বিরহ!
কিংবা জিমি হেনড্রিক্স এর মাতাল হয়ে যাওয়া দুরন্ত নোট!
হয়ত না! এখানেই তো আর থেমে থাকেনি প্রহর!

ও হ্যা তুমি বলছিলে- এই সময়ে তুমি কি চাও?
আমার ভেতরে অস্পৃশ্য বুদ্বুদে কর্মযোগী আলসে জেগে ওঠে-
মুখ বাঁকিয়ে হয়ত তাকাতে পারি- ভেতরে ভেতরে ঈর্ষায়!
তোমার মুখের দিকে চেয়ে! এবছরই কি শেষ দেখা?
উহু মনে হয় না!
শার্দুলের মত বুক পেতে হেঁটে হেঁটে পিছু নিয়েছিলাম-তোমার! এক্টুও টের তুমি পাওনি!
পায়ের ছাপের গন্ধ শুঁকে জেনে গিয়েছিলাম-তোমার অতীত-বর্তমান- আর নিয়েছি ভবিষ্যৎ আমার হাতে!
এখন আমি কাল নির্ধারক!
ইচ্ছে হয়নি ব-দ্বিপের কাদামাটিতে গড়ি কোন নতুন পুতুল!
ছানাছানি করে করিনি বিকৃত নদীর অববাহিকা গুলো!

এই মুহুর্তে আমি চাই- শুনবে তুমি?
আমি চাই একটা নিচ্ছিদ্র অপরাধ!
তোমার বুকের গন্ধ মাতাল আমি-
কোঁকড়া চুলে ডুব দিয়ে তৈরী আমার পরিকল্পনা!
আজ হত্যারাতের জ্ঞান হয়েছে উন্মোচিত!
প্রেমিকের অন্তর্ধানে পিশাচের মত যোগী হয়েছি আমি!
তোমার ভীষন দামী ঠোঁট হয়ে যাক খাক!
পুড়ে যাক তোমার চোখের মনোহর পাপড়ি!

আর তোমার প্রশ্নের উত্তরে বলি-
তোমার হাসিতে কেন হেমলক বাতাস-
রডডেন্ড্রন এর পাঁচিল পেরুনো বাহারি তোমার আঙ্গুল!
ফরাসী দেশের ওয়াইনারী তে জন্ম তোমার কানের লতি!
-সুগন্ধে মাতাল আমি-
-এক পরিকল্পিত খুনের অংশীদার হতে চাই!-


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।