ফিরে দেখা
- আরিফুল হক - অপ্রকাশিত

দশদিক শুদ্ধ করে দিয়ে ফুরিয়ে যাওয়া জন্ম আমার!
চুপিচুপি বেরিয়ে গেলে নৈঋত কোনের ফাঁক গলিয়ে!
কি এমন ছিলো ভুল!
পেছনে ফিরে চেয়ে দেখো, উমত্ত দিনের দিকে চেয়ে দেখো!
ভুল কিছু ছিলো না! শুধু ফলাফলের পরিবর্তিত বয়ান!
মহাপ্রয়ান বলা যায়নি তাকে!
আমি নিঃশব্দে ফিরে যাচ্ছি!
আমার ফিরে যাওয়াতে হয়নি মিছিল, শোকবার্তা হয়নি প্রকাশিত!
আহা! বড় ভালো লোক ছিল বলে কেউ ফেলেনি দেখানো দীর্ঘশ্বাস!
বড় বড় দৈনিক গুলো ছাপেনি ক্রোড়পত্র!
অথচ একি রকম চলে যাওয়া! একি ভাবে ভেতর থেকে যন্ত্রনার তীব্র
উল্লাসে ফেটে গেলো মাথার তালু!
একিভাবে লোবানের গন্ধমাখা আমার শরীর ঘিরে বসে আছে -তারা!- রেখে যাওয়া বংশধরের বেভুলো হতবাক!
সফেদ কাপড়ের তিন ভাঁজে জড়ানো কাদামাটির দেহ!
ওদিকে-
হা করে অট্টহাসি – মহাকালের!
বড় ভাল সময় ছিলো সে!
বৃষ্টিস্নাত রাতের কত রূপকথার হলো শেষ!
জন্ম হয়েছিলো ঝড়ের রাতের! অজস্র রাগিনীর উপকথা! প্রেম!
হোমকুণ্ডের মত ফুরিয়ে গেলাম!
আজ ফিরে দেখার দিন! চলচ্চিত্র হয়ে যাওয়া অস্ফুট সব
ব্যর্থ কামনার দিকে ফিরে দেখা!
ফিরে দেখা ভেজা বর্ষাতির ভেতরে কাঁপা হাতে ধরানো সিগারেট!
মোমের আলোতে রহস্যময় কারো চোখ!
আমার বন্ধুর-
অসময়ে জাগিয়ে দেয়া হাস্যোজ্জ্বল প্রহরের প্রান!
আজ নৈঋতের কোনে দাঁড়িয়ে-
শেষ ব্রহ্ম মুহূর্তের দর্শনের হলো শেষ!
আজ এখান থেকেই আমার ফিরে ফিরে দেখার শুরু!
আজ দশদিক আলো করে চলে এলাম- ভালো হোক
ভালো থেকো স্বর্গের সাথীরা আমার!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।