তোমাতেই বাঁধা পড়েছি নারী
- আরিফুল হক

আজ আমায় মুক্তি দাও নারী!
সহনেরও একটা বিহিত হওয়া দরকার! সহ্য আর হয়না!
আজ আমাকে আর পুড়িয়ো না! হাড়মজ্জায় যে মিশে আছো তুমি!
তোমাতে ক্ষান্ত চাই, শান্ত হতে এসেছিলাম জানো!
অশান্তের বিরল চাউনিতে উড়িয়ে দিলে আমায়!
দেখ! জামায় লেগে আছে এখোনো প্রলয়ের নিশান!
হিঁচড়ে-টেনে বয়ে নিয়ে চলছি!
আজ আমায় শান্ত কর নারী!
জ্যান্ত সাপের মত কুন্ডলী পাকানো আমার ঘৃনা!
বুজিয়ে দাও, তুমি নাড়াও হাত, আর আমি দুলি!
ঝাপি খুলে খামচে ধরেছো ফণা! কিসের বাঁশি বাজাও!
দেখ, দেবদারু গাছে পাক ধরে গেছে! নগরের ফাঁকিবাজি!
কামে, বিষাদে হয়েছি কুঁজো!
আজ আমায় জীবিত কর নারী!
তোমার সম্মোহনের দ্বার থেকে ফিরিয়ে দাও-
উল্লাসে মাতি পৃথিবীর পথে, দক্ষিন সাগরে তিমির বুকে গুনি দাগ!
উত্তমাশা অন্তরীপ ঘুরে দেখি ফ্লেমিঙ্গোদের নাচ!
হায়! হায়! ঘুরে ফিরে-
সেই তোমার শ্বাসেই বাঁচা! তোমার হাতেই বাঁধা পড়েছে
আমার সকল আশা!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।