এসেছো, অবেলায়, অসময়ে!
- আরিফুল হক - অপ্রকাশিত
বড় অবেলায় ফিরে এলে, তবু এলেই যখন
তবে বলি; গোধুলির চুরি যাওয়া আলো
এইবার তোমার গালে একবার পড়ুক!
যেন আধাঁরের কাজল লজ্জা না পায়
খেয়াল রেখো,
বড় অসময়ে ছুঁয়ে দিলে, তবু দিলেই যখন
তবে বলি ; সময় পেছনে ছুটছে
আপেক্ষিকতার সাধারন সুত্রে!
পুরোনো দিনের আঁকড়ে ধরা আঙুল যেন
খুলে না যায়,
ধরে থেক,
রাগ ইমন ভেঙে ভেঙে যায়
নিরব রাত্রির অস্ফুটবাক শৃঙ্গারে, এখনি
মেঘমল্লার লহরী বয়ে যাবে দমকা শ্বাসে, আবেশে!
এতদিন পরে এলে, এলেই যখন
তবে শোনো; আমার কাঠুরে বুকে
অনেকদিন পরে বরষা এলো!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।