তোমাকেই বলছি
- আরিফুল হক - অপ্রকাশিত
শোন, এবার এসে পারলে একবার আমাকে ছুঁয়ে যেয়ো!
জ্বরতপ্ত বিকারে মনে গা গেছে পুড়ে! একবার এসে ছুঁয়ে দিও কপাল!
বিরহী আত্মাদের সাথে দিতে চাই আড়ি!
তোমার সবুজ শাড়ির আঁচলে বহুকাল ছায়া পোহাইনি,
ছায়াদের মরন হয়েছে যেন!
এবার এলে প্রখর রোদের ভেতর থেকে তুলে নিয়ে যেয়ো আমায়!
শোন, পারলে একবার দক্ষিনদুয়ার খুলে দিও অন্তরাত্মার-
আমি বাতাসের দেবতা হব- তোমার চুলে ডুব দিয়ে বেড়াবো মাত্র একটা সন্ধ্যা!
আমার বন্ধ্যা সময়ের একটু গতি হবে তাতে!
যখন সাহারার বেদুইন এর মত বালিঝড়ে বিধ্বস্ত প্রান নিয়ে দাঁড়াবো-
তখন তুমি আঁজলা তুলে জল দিও,
আমি তোমার ঠোঁটের পরশ চাইনা!-
অতিখরায় ফেটে যাওয়া আমার ঠোঁটে তোমার ঠোঁট মানায়না একেবারেই!
শুধু একবার আঙ্গুল বুলাতে দিও!
তোমার ঐ চোখের শপথ!
আমি হাজার বার ডুব দিতে পারি মারিয়ানা ট্রেঞ্চ এ-বিনা অক্সিজেনে!
আমার ফুসফুস ধারন করে নেবে সারা দুনিয়ার শ্বাস!
শুধু একবার-
একবার ঐ চোখের গভীরতা যদি দাও মাপতে!
জেনে রাখো-
জপতে পারি বীজমন্ত্র তোমার নামের- আরো লক্ষাধিক কাল!
আমার শরীরে গজাবে বটের ঝুড়ি!
মৌন সাধনায় কাটাতে পারি আরো কোটি বছর-
শুধু একবার তুমি এসে হেসে দিয়ে যেয়ো!
তুমি হেসে দিলে,
সারা জগত সংসার যেন লক্ষ লক্ষ জোনাক পোকার আবাস!
বেজে ওঠে হাজারটা হাওয়াগুঞ্জন!
সহস্র প্রজাপতির হয়ে যায় গতি!
ঝিমিয়ে পড়া সারসের দল পায় আবার ঊড়ে যাবার ইচ্ছা!
এই শোন, মেয়ে এবার এলে একবার ভালোবেসে যেয়ো!
জন্মাবো নতুন করে দেখে নিও!
বেঁচে ফিরবো নতুন পৃথিবীতে!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।