ছাড়ো
- আরিফুল হক - অপ্রকাশিত
ভুলিয়ে প্রায় দিয়েছিলাম, গ্রহন লাগা দাগের!
শেষে তুমিই ভুলতে চাইলেনা! দ্রোহেরও জেনো শেষ হয়!
আবেগের যেমন ছেঁদ পড়ে যায় দুরারোগ্য ব্যাধিতে!
আমাদেরও তেমনি এক সময় এসেছে আজ!
ফুরিয়ে যাবার আগেই চেয়েছিলাম ভেঙ্গে ফেলতে বিশ্বাস!
তুমিই চাইলেনা! এখন করো বাস অবিশ্বাসের দেয়াল ঘেঁষে!
আমাদের কাল ফুরায়, অথচ তোমার কি প্রানপন ধরে থাকা!
এখনো খামচে ধরে আছো দহন!
প্রিয়া, জেনে রাখো দহনেরও আছে ভবিষ্যৎ!
পুড়ো না আর! দেখো ওইদিকে উদ্বাহু আহ্বানে ডাকছে নতুন
ঘর সংসার- এবার আমাদের মুক্তি দাও!
এবার তুমি পথ ছাড়ো! এবার তুমি পা বাড়াও!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।