আজ সুখের কথা বলি??
- আরিফুল হক - অপ্রকাশিত
ইচ্ছে করেনা বলতে কষ্টের কথা! ভুলে যাও,
এসো কিছু উল্লাসের ফানুস উড়াই!
মেঘের দেশে হারাতে গিয়েও যে মিটমিটিয়ে হাসে!
আজ ফানুসের কথা বলি!
বিশ্বাস কর, হেসেছি অনেক দিগ্বিদিক কাঁপিয়ে দিয়ে!
চোখের কোনেও ছিলো আনন্দাশ্রু,
অনেক অশ্রুত রূপকথার হয়েছিলো প্রকাশ!
তুমি আজ বাসবী হও!
আমি হই ইন্দ্র! দেবতাদের কনক প্রাসাদে লাগুক
ফাগুনের আগুন!
আজ সুখের কথা বলি!
সাঁইবাবলার গাছগুলো খুন হয়ে গেছে জেনেও
শহুরে জারুলের সে উদ্দাম নৃত্য!
দেখে যেও!
অকপট নিন্দায় মুখ বাঁকা করে রেখোনা!
ইচ্ছে করে প্রতিটা বন্দুকের নলে পড়িয়ে দেই
ভাটফুলের মালা! হেসে দিয়ে বুক পেতে দেই!
আজ হাসতে হাসতেই গিলে নেবো-
অজস্র সীসার তাল!
আজ বিগলিত দেহের কথা শুনি!
ভাবি আজ,
এই মুহুর্তে কোন উচ্ছল যুবতীর সারা শরীরে
বানের জোয়ার আসুক -
ঘোলাটে চোখে শিহরিত যুবকের আদর!
সারা পৃথিবীটা হয়ে যাক বুনো চাদর!
জংলী ফুলেরা সুবাস ছড়াক শরীরের ব-দ্বীপ জুড়ে!
আজ ইচ্ছে করেনা মৃত্যুর কথা বলতে!
জন্ম নিক লক্ষ মহাপুরুষ- আজন্ম সাধে ফানুস ওড়ানোর ইচ্ছায়!
এখন কষ্টের কথা ভুলে যাও!
এসো এই ধরনীর বুকে আ-ভুমি লুটিয়ে -
আগামী প্রজন্মের গান গাও!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।