"দেশ"
- আরিফুল হক - অপ্রকাশিত
জননী আমার, তুমি আর একবার দেশ হও,
আমি তোমায় দেখি-
ক্ষয়ে যাওয়া পীচের খড়খড়ে রাস্তায়!
আদুরে বালিকার-ছোট্ট করে বাঁধা বেনীতে!
কেনা লাল ফিতে সস্তায়!
তুমি আর একবার হও সুজলা-
জলের ভেতরে খেলা করুক নতুন মাছের পোনারা!
ডুব দিয়ে শালুক তোলার দিন ফিরে আসুক,
তালডোঙ্গার খোদলে ভরে উঠুক শাপলার সাদারা!
ঝুম বর্ষায় সব ভুলে নতুন কিশোরী ভিজুক!
তুমি আর একবার হও সুফলা-
ধানের পাতার ধারলো ধারে কেটে যাক কৃষকের হাত!
গায়ে উঠুক নতুন তাঁতের কাপড়! পেট ভরা ভাত!
উঠোন ভরে ঘুরপাক খেয়ে বেড়াক নতুন খড়ের গন্ধ!
বুকের ভেতরে আশা বেজে উঠুক, খুলে যাক ঘর বন্ধ!
জননী আমার, তুমি আর একবার ধরনী হও!-
মাঠের বুকে আবার ধেয়ে বেড়াক একাকী চীলের বড়াই
সরষে ফুলের বুকে বসুক নতুন মৌমাছি!
শিরিষ গাছের মৌনতা ভেঙ্গে ফিঙেরা করুক লড়াই
হিমগায়ে নিয়ে কাজে ফিরে যাক খেজুর গাছে গাছি!
জননী আমার, তুমি আর একবার স্বপ্ন হও!
ঘুমের ঘোরে হাসি নিয়ে করি খেলা,
ফুরানো হয়নি তোমার আমার বেলা!
প্রতিদিন ভোরে তোমারে জড়িয়ে শিশিরেই দেই ঘুম,
তুমি হয়েছো, বুকে জড়িয়েছো, কপালে দিয়েছো চুম!
জননী আমার,
তুমি আর একবার জননী হও আমার!
তোমার বুকেই বিশ্ব হাসুক, জাগুক সবাই আবার!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।