"তুমি এবার ঘুমাও আমি করি খুন"
- আরিফুল হক - অপ্রকাশিত

অবশেষে ঘুমিয়ে গেলে হে মনন আমার!
......ঘুমাও তুমি! ...আমি নরহত্যায় মাতি!
মায়ের কোলের শিশুটিকেও দেবোনা রেহাই!
.........ছিনিয়ে নেবো!
.........যেমন ছিনিয়ে নেবো স্বাধীনতা!
আমার অঙ্গুলি হেলনে খুন হয়ে যাবে
-----পাহাড়ের সন্তান!------
যে কখনো জানলোই না যুদ্ধ কিভাবে করে!
.........মনন আমার তুমি ঘুমাও!
.........ওম ওম আবেশে!
দরবেশের বুলি ঝেড়ে পাড় করে দিলাম চারশ বছর!
.........আমি সীমানার দালাল!
-------"লোল ঝরে পড়ে পতাকার ওপর!"-----
......থাবায় আমার অনেক জোর জাননা?
-এসো, দেখে যাও কিভাবে ঘাড় মটকাই!
শান্তির কবুতরটা ছটফটিয়ে মরে গেলো এই সেদিন!
এখনো রক্তভেজা পালক লেগে আছে হাতে!
-প্রভাতে কিসের কান্না তোমারে কানে ঢোকে!
.........বন্ধ করে দাও!
...কামানের গোলায় স্তব্ধ করে দাও চিৎকার!
-বিবেক আমার তুমি মরো!-
আমার বংশধরেরা বেঁচে থাকলেই আমি খুশি!
......শ্রেনী বানাই আমি- আমিই ঠিক করি
কে হবে আদিবাসী...কে হবে এই পৃথিবীর আসল দাবীদার!
-----প্রহার কর জ্ঞানীদের,------
প্রহারে প্রহারে জ্ঞানপিঠে ফেলে দাও রক্তাক্ত দাগ!
...আমিই তোমার শুরু আমিই তোমার শেষ!
.........মনন আমার,
...... তুমি জেগে থেকোনা আর!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।