সহজ
- আরিফুল হক - অপ্রকাশিতআমি ইতিহাসের অংশ হতে চাইনা! আমি হতে চাই ছোট্ট মেয়ের হাতের পুতুল, অতুল বৈভবে বিভাবরী- পদ্যে জমকালো সব উল্লাস হয় যায় ম্লান! .........এমন সৌখিন আমি নই...... আমি প্রহরের গান হতে চাই! -হাতের ছোঁয়া লেগে হাতে! সাদামাটা প্রভাতে আলসেমীর কাঁপন! স্বপন দেখে দেখে- কেটে যায় যে বেলা, অবুঝ বালকের খেলা! আমি সময় ছাপিয়ে নই! -হৈ হৈ করে যেতে চাইনা মরে!- অলক্ষ্যে বাঁচতে চাই- জন্স্রোতে মিশে! .........আমি যেকোন কেউ!...... ঢেউয়ের ফণায় নাচে নাবিক! এমন পথিক আমি নই! আমি দিঘীর জলেই ভালো! ...শ্বেতপদ্মের কাঁটা ঘায়ে মরেই আমার সুখ!... অসুখে আমার, হা-ঘরে একাকী তৈজস! বিরান ভুমিতে রান্নাঘর! .........পর হয়েছে সবাই...... -আমি একাকী মরতে চাই!-
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।