"আশাবরী গান"
- আরিফুল হক - অপ্রকাশিত

সহজেই তোকে বিলাপের কথা বলে বলে আমি শেষ!
ঘৃনাটুকু তুই ফুরিয়ে ফেলিস, প্রানে প্রানে জাগে আবেশ!
আমাদের কথা বলবেনা কেউ, শুনবেনা যারা ছিলো
জানবেনা কেউ ভালবেসেছিলাম ,হাসিতে মুখটি তোলো!

ফুরিয়ে গিয়েছি এমন কথা ভুলে যাস, ভুলে যেমন গিয়েছিস!
হারিনি আমি হারিনি জানিস, যেদিন থেকে হাত ছুঁয়েছিস!

সহজেই তোকে আকালের কথা বলে বলে আমি ক্ষান্ত!
কি করে হলি এমনদিনে তুই চুমোতে চুমোতে ক্লান্ত!
আমাদের ঠোঁট আমাদেরই থাক, নির্জনে লুকিয়ে থাকুক!
তোর হাতে আজ হাত দিতে হায় আশাবরী প্রান কাঁদুক!

সহজেই তোকে অসুখের কথা বলে বলে আমি মৃত!
আয় ফিরে যাই গুহাবাসী হয়ে ভুলে যাই সব ক্ষত!
আমাদের প্রেম আমাদেরই থাক জড়াজড়ি করে জীবন
বলুক সবাই, আমাদের কি! তুই আমি থাকি আপন!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।