"মাতালের কথা!"
- আরিফুল হক - অপ্রকাশিত
গহীনে ঘুমায় সে, ঘরের মধ্যে ঘর!
রাত্রি আপন সন্ধ্যেবেলার-
বিকেল হলো পর!
দূর থেকে তোর কষ্ট গুলো ইচ্ছেমত হাসে!
আসলে কাছে পড়বে বাঁধা সুখের নাগপাশে!
নোংরা বিষের পদ্মগুলো-
বিষের ব্যথার হুল ফুটালো! আমার ব্যথা নাই!
তোর বুকেতেই চাপাই!
কার জন্যে সোমত্ত মেয়ে ঘর ছেড়েছে!
দেহ তরু আগ বাড়িয়ে পাশ কেটেছে!
তারও মৃত্যু আসে,
অপমানের বোঝা তার কপালেই ভাসে!
কাজল কালো চোখ!
বিষয় জালে জড়িয়ে পড়ে ভুলে যাওয়া রোগ!
ঠাস বুনেছে! মানুষগুলো এই মরেছে!
পিছ ছাড়েনি মৃত্যুদূতের ভোগ!
গহীন ঘরে ঘুমের ঘোরে আদিম সম্ভোগ!
ঘরের মধ্যে ঘর!
হঠাত করে দর্শনেরা হয়ে গেলো পর!
ফ্রয়েড নাচে আঙ্গুল ডগায়!
দেহের বাঁকে চোখের তারায়!
গভীরে সে ঘুমায়! শেষে গদ্য হাসে, গদ্য কাঁদে!
পদ্যরা সব লাফায়!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।