মানুষ তুমি একটা......
- আরিফুল হক - অপ্রকাশিত
মৃত্তিকার বুকে থরথরে কাঁপন ধরালে,
অগ্নিগোলকের দিন আজ
সহস্র লাশের পোড়া গন্ধ গন্ধকের সাথে মিতালী সাজ!
মানুষ তুমি মহান!
গর্তে পড়েছে শিশু, বাড়িয়েছে হাত! ছুঁয়োনা! ধর্মের বক
তোমারে খাবে, শুনে যেয়ো ধর্মের আহ্বান!
মানুষ তুমি শ্রেষ্ঠ!
অনাসৃষ্টিতে, অনাবৃষ্টিতে, বেজন্মা বালিকার তেলহীন দু বেনীতে
ইনিয়ে বিনিয়ে তুমিই কেষ্ট!
মানুষ তুমি আবেগী!
মাঝেমাঝে তুমি নিজেরে লুকাও, একাকী পথ বলিহারি যাও!
সকলের মাঝে ভন্ড এক বিবাগী!
এমন কাঁপন ধরালে আজ, ভুমিকম্পের হয় ভয়!
এমন বাঁশি বাজালে মুরালী, রাধা তো নাচেনা এমনি এমনি,
তবু নাচতে হয়!
মানুষ তুমি এক অবাক মহাশয়!
মানুষ তুমি একটা জানি কেমন!
প্রেমে পড়ে তোমার চোখে জল পড়ে, খুনে অট্টহাসি-
কেমনে বল মানুষ, কেমনে বল,
পৃথিবী ভালবাসি!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।