মানুষ হও
- আরিফুল হক - অপ্রকাশিত

অনেক করছি সহ্য; এবার ভড়ং ছাড়ো!
নইলে আমিই দেবো ছেড়ে!
ছেড়ে দেবো গহীন জংগল,
ডুব দেয়া করে দেবো বন্ধ উত্তাল সাগরে!
উঠবোনা পাহাড়ে আর।
এবার আমিই দেবো ছেড়ে,
অনেক দেখেছি আমি,
এবার বন্ধ কর তোমার পুরোনো ঢং!
বল বুদ্ধনং শরনং; তুমি এবার মর।
নইলে আমিই যাবো মরে;
মরে যাবো বারেবার,
যেভাবে মরেছিলো গোর্কী,
যেভাবে বুকে গুলি খায় লুথার কিং
দেখোনি কেমন অবলীলায় হেমলক চুমুক!
এবার ঢং ছাড়ো!
এসো একদিনের জন্যে হও আশা
অথবা সুখের দিনের ভাষা হও,
ক্ষনকালের জন্যে ভুলে যাও তুমি অভিজাত!
জাতের দোহাই দিওনা আর!
ও তুমি অনেক আগেই খুইয়েছো,
এসো এবার তুমি অজাত হও!
এবার তুমি.......... মানুষ হও!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।