"প্রতিহিংসা"
- আরিফুল হক - অপ্রকাশিত

প্রত্যাখ্যাত হই বারবার-
প্রতিদিনকার মত আজও
বিচ্ছিরি দুটো ঠোঁট ঝাঁপিয়ে পড়বে
তোমার অনিচ্ছেয় পেতে দেয়া
-ঠোঁটের উপর!-
আজও প্রত্যাখ্যাতই রয়ে গেলাম!
এখনো বুকের ভেতর দ্রিম দ্রিম করে বেজে চলে
তোমার হাতের কাঁপন!
তুমি এখনো কাঁপনই রয়ে গেলে-
সেদিন-
তোমার বাসা দিতে চেয়েছিলাম গুঁড়িয়ে!
......সেখানেও চড়ুই বুকে আলতো ছোঁয়ায়
-দিয়েছিলে ফিরিয়ে!-
আমার ফিরতে ফিরতেই বেলা গেলো!
আমি ফিরে আসি বারবার-
প্রতিদিনকার মত আজও
তোমার বাহারী কোমরে প্যাচাবে
-খড়খড়ে অজগর!-
তোমার হাঁসফাঁসে কারো কিচ্ছু আসে যায়না!
আজও আমি প্রত্যাখ্যাতই রয়ে গেলাম!
আর যে ইচ্ছে হয়না! আমার জন্ম যাবে বৃথা!
এ কেমন জন্ম-
আবেগ- কাম- কবিতা দিয়ে জলাঞ্জলি
কোন এক সুখের বুলবুলির গান প্রহরান্তরে শুনে শুনে
খাটিয়ায় শুয়ে পড়া!
আর যে ইচ্ছে হয়না!
আমি আর প্রত্যাখ্যাত হতে চাইনা!
আজ নাহয় হব ডাকাত!
খুবলে নেবো আমার পাওনা! চোখের দিঘীতে
দেবো ডুব ইচ্ছে মত!
তুমি নাহয় কেঁদেই যেয়ো! তবু ঠোঁট শুকোতে দেবনা!
আজ আমি তোমাকে
-আর প্রত্যাখ্যান করতে দেবোনা!-


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।