"তুমি"
- আরিফুল হক - অপ্রকাশিত
একটা কবিতা চাই, রক্তমাংসের
সঙ্কল্পের বাঁধনে জড়ানো;
নইলে একটা গদ্য-
যার জন্ম হয়েছে সদ্য!
একদমে ডুবসাঁতার দেয়া কতদূর- উঁহু
গদ্য নয় আমার একটা পদ্য চাই।
হুট করে ঠাই করে নিক তোমার চুলে-
ধীরে ধীরে ঘাড় বেয়ে নামুক-
চিবুক বেয়ে চলুক কবিতার বড়াই!
আমার একটা তুমি চাই!
আমার একটা কবিতা চাই- তোমার মত!
ইচ্ছেমত পড়তে পারি!
কলম দিয়ে আঁকতে পারি ভুল বেদনার ক্ষত!
আমার একটা পদ্য চাই!
ঠিক তোমার ঠোঁটের মত!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।