“ ছেড়ে দাও সব”
- আরিফুল হক - অপ্রকাশিত
জানালার পাশে বসে থম ধরে যাওয়া দুপুর দেখেছো,
দেখেও দেখোনি তোমার
...............থম ধরে যাওয়া প্রহর!
অবিচ্ছেদ্য কোন এক জঞ্জাল হয়েছে তৈরী তোমার বুকে!
-অযথাই!
চাইলেও কর্পোরেশনের গাড়ি তুমি পারবেনা ডাকতে!
হেঁকে যাওয়া মালাই বরফের দিন শেষ,
এখন মালাই তুমি চাইলেই পাবে! ইথারে ভাসিয়ে দাও তাড়া!
...............বরফ গোলা নতুন মোড়ক......
--তুমি এবার নতুন হও, বরফগোলার মত!--
রোদের মধ্যে হেঁটেছো অনেক;
অথচ, জানোকি তুমি তোমার ঘামে আর ওই ঠেলাওয়ালার ঘামের পার্থ্যক্য!
............ঘামের গান গাইছো, এদিকে-
জীবনের মাথা উঁচু করে দাঁড়ানোই হলোনা-
.........অপমানের ঘাম.........
এবার তুমি ঘুরে এসো প্রয়াগ কিংবা নৈনিতাল!
সেখানে এখন শিকারী আর নেই..................শুধু অবকাশ!
- এবার তুমি কষ্ট ছাড়ো, -
- এবার তুমি জানালা ছাড়ো!
......এবার তুমি আবেগী বোকার অভিনয় ছাড়ো...।
-কপাল ঠুকে ঠুকে বেহিসেবী প্রেম অথবা দর্শনের দিন শেষ!-
......ডোমের যেমন নির্লিপ্ত কর্মদিন কাটে-
তেমনি “ব্যাবচ্ছেদের উৎসব” চলুক তোমার দিন জুড়ে!
এবার তুমি সহাবস্থান ছাড়ো!
বেড়িয়ে পড় আকাশ নিচে-
খোলা মাঠে-
-নরম তিতকুটে কাটাফলে গাছের গায়ে হাত বুলাও-
...খুঁজে বের কর নদী...
-ডুব দিয়ে শুশুকের সাথে কর জলকেলি!-
এবার তুমি হিমালয় যাও-
অজানা কোন কন্দরে একাকী কাটিয়ে দাও আগামী তিরিশটা বছর!
এবার তুমি ভালবাসা ছাড়ো!
এবার থেকে তুমি জনপদ ছাড়ো! এবার থেকে তুমি জনপদ ছাড়ো!
এবার তুমি সব ছাড়ো............।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।