"মৃত্যুক্ষন"
- আরিফুল হক - অপ্রকাশিত
ঘোলাটে হয়ে যাচ্ছে সব, দৃষ্টি,সংসার,মোহ,
এমনকি রোগও হয়ে যাচ্ছে ঘোলাটে!
একটা বিষ্ফোরনের সামনে দাঁড়িয়ে আমি,
.........না, অগ্ন্যুৎপাত নয়!
পৃথিবীর বেশিরভাগ আগুনে পর্বতের মত জীবনেও
-নেমেছে মৃত বাতাস!-
যৌবনের ঘোড়া অনেক আগেই...
...নাল ভেঙ্গে পড়ে আছে ধ্বসে যাওয়া আস্তাবলের কোনে!
এখন তাঁর দাঁড়িয়ে ঘুমানোর শক্তিও নেই!
ঘনিয়ে এসেছে প্রহর... অবকাশের সাধের বকুল
শুকোতে শুকোতে হারিয়েছে গন্ধ!
.........অন্ধ হয়েছে সকল পাপ!
পুন্যের ডেরায় তো কিছুই নেই...... বিরান আগাছাময়-
জলহীন এক জলাশয়ের মাতম সেখানে!
কে যেন হেঁটে আসে বুকে চেপে, ঠেসে ধরে এক হাতে মুখ
আর হাতে চোখের মনি!
ঠিকরে যাবে বুঝি! এক অপরিণত প্রতিরোধ!
অবোধ আক্রোশে শেষ পর্যন্ত টেনে চলা,
ঘোলাটে হয়ে যায় সব অবহেলা!
এতদিন সব ছিলো- এই এক পলেই কিছু নেই.........
নেই আমার বহু যুগের আক্ষেপ,
ফুরিয়েছে আমার প্রেম, আমার বিরহ, আমার অভিসার
বহু আগে করা কারো বিষন্ন মরদেহের সৎকার!
সব যাচ্ছে মুছে!
কালও চোখে সাদাটে প্রলেপ, প্রহেলিকার জঞ্জাল এখন
তুচ্ছ! মৃত্যু নাচায় পুচ্ছ- পটে অন্যজগতের মশাল!
ঘোলাটে হয়ে গেছো তুমিও, তোমরা-
বেঁকে যাওয়া পিঠে বোঝার দিন শেষ!
মরন, তুমিই ছিলে অবশেষ!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।