"তোদের চেয়ে সব ভালো!"
- আরিফুল হক - অপ্রকাশিত
তোদের চেয়ে কুকুর ভালো,
দেখিস এবারের ভাদ্রমাসে ওরা পাবে লজ্জ্বা!
আলোকসজ্জা করে মিছিল কর! সুবোধের ধ্বজা!
সবাই আমরা শিখন্ডির দল, আমরা হুজুর প্রজা!
-পুরুষ হয়েছিস-
মানুষের চেহারায় পুরুষ! তোরা পাথরতলে পড়িস!
পিশাচও লুকালো ভয়ে! তোদের চেয়ে পিশাচ ভালো!
-পিশাচ করেনা ধর্ষন!-
মোল্লাদের আজ কথা বন্ধ, পুরোহিতের দলও অন্ধ!
......আজ হয়না কথার বর্ষন!
ধর্ষন সেতো হতেই পারে, এতে ধর্মের কি অর্জন?
.........তোদের চেয়ে শকুন ভালো,
জ্যান্ত প্রানী খায়না! তোদের চেয়ে শ্রেষ্ঠ হায়না!
দেখিস হায়নাও ভুলে যাবে হাসি!
আমরা বোকা মরলে পরে জ্বালবো মোমের আলো!
-ময়লাখেকো শুকরেরও হয়ে যাবে বমি,
-দেখিস মরলে পরেও বুক দেবেনা ভুমি!
দুর্বাসারও ক্ষমতা নাই দেবে তোদের শাপ
মুর্তিমান অভিশাপ তোরা! এমন তোদের পাপ!
......তোদের চেয়ে ভালো শয়তান!
দেখেই তোদের তাঁর বদান্যতায় সে মুহ্যমান!
-তোদের দেখিস কুষ্ঠ হবে,-
...ক্ষয়ে যাবে পুরুষার্থ!
...জানিস হাসবো সেদিন হা হা করে,
নাচবো সেদিন তাধিন করে, গান গাইবো উচ্চস্বরে,
সারা শহরে বাজি পোড়াবো ভরে দিবসার্ধ!
হুজুরদের আজ কান্না পায়না, ভিক্ষুরাও সব বধির!
আমরা কিছু অকাল পাপী,তোদের খুনের জন্যে অধীর!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।