"তুমি!"
- আরিফুল হক - অপ্রকাশিত

হতে চেয়েছিলাম বলয়,সেই বলয়ই পেলাম!
শুধু বৃহস্পতির বদলে শনির বলয় হলাম!
হতে চেয়েছিলাম সবুজ কাঁচপোকা দারুন
কাঁচের বদলে মৃত্যুমুখী পোকার বিষে করুন!
হাসানোর বদলে বিষন্নতার আদলে গড়েছি
তোমায়, কান্নারও দিন নেই আজ! পুড়েছি!
পুড়েছি করাল প্রেমে,গুঁড়িয়ে দেয়া প্রত্যাখ্যান
বিশ্বাস কর, আমি চাইনি এই বিবর্ন আখ্যান!
ফেরানোর দোহাই দিতে ইচ্ছে হয়না, সে থাক!
আমি পাহাড়ের মত স্থির, বুক জ্বলেপুড়ে খাক!
হতে চেয়েছিলাম তোমার কলমের ডগার শব্দ
ব্যথা পেয়েছো? ভীষন ব্যথা! তাতেই তুমি স্তব্ধ!
ব্যথা পেয়োনা, ব্যথা নিওনা, ব্যথার বিষে চুমুক!
ব্যথাটুকু আমায় দাও, আমি গুটিয়ে হই শামুক!
আমি শামুক হয়েই বাঁচি! তুমি প্রজাপতি হও
নাহয় তুমি হও ঝিনুক,মুক্তো বুকে কথা কও!
আমি নাহয় জঞ্জালেই ভালো থাকবো, বলছি!
তুমি ধরনী পারিজাতে মুকুল ঘ্রানে গেয়ো, ...আমি শুনছি!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।