"প্রতিজ্ঞা"
- আরিফুল হক - অপ্রকাশিত
আমি রোদ্দুর হত চাইনি.........
.........হতে চেয়েছিলাম আঁধারের গীতিকবি!
আমাকে দেখালে আলো-কালো কালো জন্মের খিদেয় তোমারে
-দিলাম ছেড়ে! হাত পেতে নিও তোমার মুক্তি!
যুক্তি দিয়ে শব্দ যায়না জোড়া! পোড়ানো হলে তবেই কয়লা জ্বলে!
......পাগলামীর ছোঁয়ায় কবিতা ফলে!
আমি কল্পতরু হতে চাইনি, ইচ্ছে হয়না আমার দিতে ছাড়!
...আর কত ছেড়ে দেয়া যায়! অথচ-
আমার দস্যু হতেও সাধে পড়ে বাধা! কিরকম ধাঁধাঁয় তোমারে
বলি - ......এসো এবারে মেহগনি গাছের ফলে খেলি রান্নাবাটি!
ছুটি হলে পড়ে এসো নাহয়! আমি আছি অনাদিকাল-
অকালবোধনে একাকী মানুষ!
.........একাকী মানব- মানবীর-
-বুকে শতবছরের তৃষ্ণার জল পানে বাঁচবো!
অতঃপর হেঁটে যাবো সবার সামনে দিয়ে -
.........ভ্রূক্ষেপহীন যুগল-
হিন্দুকুশ পর্বতমালার গহীনে- যেখানে তুষার মানবের বাড়ি!
কসম দিলাম তোমায়! দিওনা আড়ি!
তুমি কি জানো উটের দলও সাগর পাড়ি দেয়? কচ্ছের রানে-
খাবারের সন্ধানে! আমি নাহয় সেই উট হবো-
...............সাগর দেবো পাড়ি!
সারা পৃথিবীতে মহামারী লাগুক- উচ্ছনে যাক আরো কিছু যুবকের দল!
-শুধু একটা পল -
-একটা পল তুমি থাকো হয়ে আমার বল!
.........এ যদি হয় বেশি চাওয়া-
তবে বৈদ্যুতিক চিঠিতে নিও খবর- উড়ে এসে জুড়ে বসুক সে,
-আমিও দেবো হতাশাদের কবর!-
মানবী, তুমি নেবেতো আমার খবর!?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।