"গান গেয়ে কি হবে! ছায়াপথটাই যে নেই!"
- আরিফুল হক - অপ্রকাশিত

আকাশগংগা দেখতে চাইলে অমাবস্যা - কালো
-ছাইতে হয়!-
অথচ তার ভয়েই যেন মরি! তাকেই ছিলাম ভুলে..
চাঁদের আলো তারাদের ফেলে খেয়ে!
আজ রাতে এমন হলো কেন?
........চাঁদ মরেছে!-
ছায়াপথটাকেও গিলে ফেলেছে গোমড়া মেঘের দল!
.........মন খারাপের মত...
সাধ্যের সীমানা মাপা যায়, দুকদমের বাড়!
সাধের সীমানা নাই-
বংশগতির পাপের ফল -আমি মানুষ!
হুতুমপ্যাচাও তো পারতাম হতে! অথবা লক্ষীপ্যাচা
নকশা কেটে রাতের বিহারে মগ্ন!
-শেষে হলাম কি!-
জ্বরতপ্ত এক পথিক- শহরের বিরান রাস্তায়...
হোঁচট খেয়ে হাটি- উর্ধাকাশের পেটের ভেতর
..............ছায়াপথের রেখা খুঁজি!.......
-চারপাশে ঝটপট কপাট বন্ধ! মুখ ঝামটা শিকারী- -বেড়ালের, গোঁফ ফোলানো দম্ভ! মুচকি হাসে শুন্যতারা-
আজ ঘরে ঘরে যেন জন্ম-উল্লাসের খুব তাড়া!
এদিকে এমন নিরব যাতায় পিষে ব্যথার শহরে-
-কি যেন বলে কানে কানে শুনি.....রাত্রি দ্বিপ্রহর!
.............একাতো তুমি নও-
- শুনে দেখো ইমন রাগের তান.......
...ফিসফিসে বাতাসে! চারটে কুকুরের সংগত হয়েছে শুরু!...
তুমিও চাইলে গাও...........কামিনী ফুলের ঘ্রানে-
রাধাবল্লরীর একাকী ঘুমানো দায়! সারা মাঠ জুড়ে
খা খা করে তাল, বেতালের মত নৃত্য!
এদিকে রাত্রি আমায় বলে-----
তুমিও গাও, চিৎকার করে, গলার শিরা ছিঁড়ে টেনে ফেলে-
বিতাড়িত শ্বাসে; সহসা যদি থেমে যায় গান,
রাজাফড়িং এর পাখার মত প্রান-
খান খান করে চিৎকার দিয়ে, মহাকাশের অলিগলি খুঁজে -
..........তুমি এখন- ছায়াপথের গান গাও!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।