“দ্বিতীয় জন্ম আমার”
- আরিফুল হক - অপ্রকাশিত

দু বছর পর হবে কথা, নির্লিপ্ততার চাদরে ঢাকা-
অন্ধকারে কেটে যাবে- আকাশের ছাদে গানের আসর বসেছে,
কড়া নেড়ে দিয়ে মুখ নামিয়ে চলে যাবে সময়!
..........দরজা করে দিয়েছি বন্ধ!
জানালার গরাদ জড়িয়ে আগাছার দল নেচে বেড়াবে
............সবুজে অন্ধকার!
দু বছর পর-
ছুটি দিয়ে দেবো ব্যস্ততার, আলসে আংগুলে গুটিপোকার মত -আড়মোড়া ভেঙ্গে বুনে যাবো রেশমের জাল
-কথার রেশম!-
ফিনফিনে মসলিনের বুনন তুমিতো জানোই- বুনে নিও-
.......................“যুগল কবিতার আসর!” ;
দু বছর পর- কথা হবে অনেক!
কথায় কথায় পাড় করে দেবো শেকলাবদ্ধ প্রতিটা সেকেন্ড!
জংলা শাড়ির পাড় ভেঙ্গে তুমি চোরকাঁটার মিছিল সামলে নিও
....................... গভীর মনোযোগে!
ঠিক দু বছর পর!
কয়েকটা নদী হয়তো মরেই যাবে- প্রানের অভাবে,
অথবা জাদুঘরে নদীর ফসিল চাই কারো তাই!
হতাশার ছাই গায়ে মেখেও-
তবু তুমি মরা নদীপাড়ে শুকনো ধুলোয় হেঁটে যেয়ো একবার!
প্রানের সঞ্চার হোক তাতে! – এ বড় বেতাল আশা!
তবু-
দু বছর পরে,এ পথে যদি এসো –
ইচ্ছে না হলেও,উঁকি দিও- ফ্যাকাসে গলিটার মুখে- তারপর-
ইচ্ছে হলে ছুঁয়ে দিয়ে যেয়ো অপেক্ষার দীর্ঘ কোরাসে ক্লান্ত-
............আমার মুখ!
-বড় উন্মুখ দহনে কালি হয়ে যাওয়া আশা -পেটমোটা
পোয়াতী টিকটিকির মত করবে টিকটিক- কৌতুকেই কেটে গেলো সময়!
.........দু বছরের ওপার, ছাইরঙা কাপড়ে এসো!
ঠিক দু বছর পর! শুনে যাও, ঠিক দু বছর পর-
দ্বিতীয় জন্ম আমার-


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।