"তোমার ইচ্ছা হলে আমারও হয়!"
- আরিফুল হক - অপ্রকাশিত
দক্ষিনদিকে তোমার ব্যথায় সাগরের দীর্ঘশ্বাস-
হাহাকার হয়ে কষ্ট চেপে ওড়ে মৌসুমীবাতাসে;
সাথে নিয়ে যায় আমারও ব্যথা মিছে আশ্বাসে,
আছড়ে পড়ে পাহাড় বুকে হয়ে কান্না জলচ্ছ্বাস!
আমি এখনো হাসতে পারি, বিষন্নতা ঢাকতে পারি,
ব্যথায় আমার হয়না কিছুই,একলা গগনমাঝে উড়ি,
বলতে পারো কেন, কিসের আশায় এমন ব্যথা পাও?
কোন বিলাসের কোন জ্বালাতে এই বিষন্ন গান গাও!
আজকে তোমায় যে দিলাম ছুটি,
আমার ইচ্ছেগুলোর চেপে টুটি!
একলা আমি ছোট্ট জগত অলীক কথার মাঝে
রঙ-বে-রঙের শব্দ দিয়ে চমৎকার এই সাঁঝে-
আঁকছি আগুন গনগনে লাল পুড়ছি তারই আঁচে!
পিছ নেবোনা- তুমি ছাড়াও কবিদের দল বাঁচে!
আজকে তোমায় উড়িয়ে দিলাম,
আজকে তোমায় দিলাম ফুরিয়ে,
দমকা হাওয়ায় ঘুরিয়ে দিলাম,
(যে আগুনে পুড়ছি আমি-) সে আগুনে দিলাম জ্বালিয়ে!
-তুমি যত ইচ্ছে থাকো পালিয়ে!-
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।