"বৈপরীত্য"
- আরিফুল হক - অপ্রকাশিত
একটা মাত্র জীবন,
কেউ গোছায়, কেউ অগোছালোর চুড়ান্ত!
একটা মাত্র ইচ্ছা,
কারো হয়না,কারো চেষ্টার নেই কোন অন্ত!
যন্ত্রনারও শেষ আছে,
কারো আগেই শেষ, কারো আজীবন টেনে যে --যাওয়া,
সুখেরও শুরু হয়,
কারো তো অবলীলায়, কারো কখনই হয়না যে --পাওয়া,
অমরত্বের অভিলাষ সবার,
কারো জন্মতেই সে স্থির, কারো যাওয়া কেউ --জানেইনা,
মৃত্যুর স্বাদ নিশ্চিত,
কারো একটু আগে, কারো বিষিয়ে উঠেও যাওয়া --হয়না!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।