"ফিরিয়া সে আসিবেই"
- আরিফুল হক - অপ্রকাশিত

ক্ষনে ক্ষনে তারে খুঁজিতে গিয়া
ফুলে ফুলে কেঁদেছে এই হিয়া,
একা চাঁদটাই হাসিয়া কহিলো
অপেক্ষার দিন এইতো ফুরালো!

চাহিবে ফিরিয়া ফেরারী বিহঙ্গ
আসিয়া সে ঠোঁটে কত যে রঙ্গ
বাজিবে সেতারে অংগের ধ্বনি
বলিবে তোমারই ছিলাম এমনি!

মিছে আশা নাহি যাতনা ফুরাইয়া
ভাসিয়া গিয়াছে জ্বালা জুড়াইয়া
তোমারে এমন কতদিনের পরে
রাখিলাম বুকের গহীন পিঞ্জরে!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।