সহজ বাহাস-৩ ( শুধু "আমি" র কথা)
- আরিফুল হক - অপ্রকাশিত
তুমি জানো আমার ঠুনকো-
কবিতাগুলো যে তোমার সাথেই পালালো?
-এ কেমন কথা তুমিই বলো!-
আমার আর অপেক্ষারও শক্তি নেই!
......................................কেমনে বলি!
আবার লিখবো কবিতা "তুমি ফিরে এলেই"!
তুমি জানো আমাদের দেশে এখন-
হিংস্র পিশাচের দল হাসে, তখন-
ওত পেতে থাকা কামের পাপ, দিও অভিশাপ!
মানুষের শরীর নিয়ে টানাটানি-
তোমার চোখে জল এনোনা, এবার এলে এনো-
আগুন, পুড়িয়ে দিও সব শয়তানী!
তুমি জানো? আমার লেখা হয়ে গেছে খেলো,
"ঝলমলে"- তোমার হাসির দোহাই,
"এইবার-একবার..............
- আমার কবিতাগুলো ফেরত চাই!-
........আমার শব্দগুলো ফেরত চাই!
এছাড়া নাই যে ঠাই এই দমবন্ধ শহরে;
কি করে দেখাই দ্রোহের রুদ্ধ আমারে-
তুমি জানো আমার সাদাসিধা
................."তুমি"টাকে-
কে যেন ভুলিয়ে নিয়ে গেছে একডাকে!
(এবারে কিভাবে বলি)
বিষন্ন সাপের খোড়লে কান্নারাতের শাপে
-সে একাকী!
যদি পারো ফেরত দিও তাকে, তুমি চাইলে-
..........তুমি চাইলে 'আমি ধ্যানস্থ,
-যাব লক্ষ বছর নাম জপে!-
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।