সহজ বাহাস-১
- আরিফুল হক - অপ্রকাশিত

আমি-
আমার মত উটকো লোকের কথায়
কান্না এলো? সে অশ্রু দুগাল ভাসায়!
জানতে আগে আমি এমন ছন্নছাড়া?
হুট করে নয়!এমনি আমি বাঁধনহারা!
সে-
বলেছে তোমায়! কান্না সহজ এতো!
যোগ্য যদি আমার তবু নাহয় হতো!
ভুল হয়েছে তোমার, এতো দামী নও
(আমার পানে না তাকিয়ে, উটকো ছেলে!)
বলছি তোমায়-এবার জাহান্নামে যাও!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।