"পাহাড়ের কবি"
- আরিফুল হক - অপ্রকাশিত

তাঁর সমপর্ক তাবু, গ্রাপ্লিং হুক, হেক্সিং- এসবের সাথে
......মাঝে হঠাৎ করে দেখা,
-সদাহাস্যময় তরুন!-বোঝা ছিলনা কাঁধে!-
তবু সে পাহাড়ের কবি! পাহাড়েই তাঁর সকল ইচ্ছে সাধে!
কল্পনায় তাঁর পৃথিবীর ছাদ, গৈরিক পথে হেঁকে যাবে নাদ!
সকাল রোদের মানুষ!
অনেকের কাছেই সে ফানুসের মত- আঁধার রাতের জৌলুস!
অথচ কি নিদারুন সহনে সে পুষে রেখেছে অতৃপ্ত সব কথা
জানেনি কেউ জানেনি কোন জনমের ব্যথা,
.........লয়ে সে ফিরে যায়.........
আমাদের পাহাড়ের কবি পাহাড়েই গান গায়!
গিরিপথে সে আর একাকী থাকেনা, তবু সে এখনো যক্ষ!
পূর্বমেঘের সাথে পাঠাবে চিঠি... কোন এক সন্ধ্যা-তিথী
........................পাবেকি অলকাপুরীর পক্ষ?
পাহাড়ের কবি, থাকিস ভালো,
ত্বরা করে ফিরিস, সমতল ধুলো- গায়ে মেখে কেউ বসে,
জানালা ওপাশে সন্ধ্যাবেলার কফি মগ রেখে পাশে!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।