“উজার হয়ে যাচ্ছে...”
- আরিফুল হক - অপ্রকাশিত

আমি সব উজার হতে দেখছি,
বিরান ভুমির বুকে ফেটে চৌচির লাল হয়ে যাওয়া মাটি!
...........................সুর্যও হাঁপায়!
এক ফোঁটা জলের জন্যে দুইশত মাইল উড়ে গেছে-
একটা ডাহুক! ক্লান্ত তাঁর ডানা!
...........................পেছনে ফেলে রেখে গেছে –
আজন্ম তৃষিতের মত কোন এক গৃহস্থের কানা ডোবা!
সবুজে পাড়ের নারী- কলসের সাথে নিত্য প্রেমের অবসানে
অবসন্ন, বিষন্ন- ঘরের এককোনে আজ মহামারী!
সব উজার হয়ে যাচ্ছে! সূর্যে চোখের জলও যে আগুন!
আগুনে পুড়ছে সব-
ঘর-দুয়ার, হাটের দিনের কিপটে হাটুরে- বোকা পাটচাষী
.....................ঘর পালানো কিশোরের হাতের নাটাই,
নারকেল তেলের বাহারী চুলের-
...............আলগা হাসির কিশোরী, সব পুড়েছে, শুকিয়েছে-
পুকুরের জল, ঘাটের আব্রু বিকিয়েছে – উলংগ তাঁর নিম্নাংশ!
-জল যে ছিলো তাঁর শাড়ী-কাঁচুলি!-
-আমি বিরান ভুমির একপাশে দাঁড়িয়ে-
এ ভুমিতে মৃত্যুর রেখাপাতের শুরু- খেয়াল করে দেখো!
চেয়ে দেখো আকাশে-
বেগুনী রশ্মিরা নেচে বেড়াচ্ছে ট্রপোস্ফিয়ারের ভেতর,
-চুরি করে তাঁর আসা যাওয়ার দিন শেষ!-
...........................গিলে খাবে আমাদের-
কাঁচ-ঘরের ভেতর-
নেচে বেড়ানো মহাজগতিক অদৃশ্য আলোর-নটনৃত্য!
............ছোট্ট চড়ুইটা কি ছাই এসবের মানে জানে!
সে চেনে এক ফোঁটা জল, দুটো কেঁচো!
............উজার হয়ে গেছে সব!
এবড়ো থেবড়ো করে বেড়ে ওঠা হিজলের দল আজ
-বিলুপ্ত প্রায়! মাছরাঙ্গারা দেশান্তরী- আর.........
-একপাশে আমি দাঁড়িয়ে-
একাকী, শ্রান্ত, কুঁজো এক শতবর্ষী বুড়োর মত........
ফুপিঁয়ে ওঠা মৃত্যুর হাসিতে-
কেঁপে কেঁপে উঠি............ এত কিছু দিলাম উজার করে
..প্রানটাকেও দিলে না ছুটি! প্রানটাকেও দিলে না......


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।