"সহজ বাহাস-৪"
- আরিফুল হক - অপ্রকাশিত
আমি-
আকাশের উপরে আকাশ-
কোন প্রাচীন কবির কথা,
তাঁর মতই আমার ভেতরে-
জমেছে না বলা কিছু ব্যথা!
সে-
অযথা জমিয়ে না রেখে
কিছু কি ভালবাসা মেখে
দিয়ে যাবে ভাসিয়ে ইথারে?
পড়বো বসে একাকী প্রহরে!
আমি-
ইথারের গান শুনছো তুমি,
মদ্যপ গান লুটিয়ে আ-ভুমি!
বেঁধেছিলাম সে কিছু আগে
এখনও প্রেমে টঙ্কার জাগে!
সে-
বলার সময়ে ভুলে গিয়েছো,
ধরণী বড্ড বেশামাল গোল
তুমিও শেষে ভেঙ্গে পড়ছো!
দেখনি ভাঙছে ধীরাজের- আদল!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।