সহজ বাহাস-৫ ( আমি'র কথা)
- আরিফুল হক - অপ্রকাশিত

তারপরেও এসো পাশাপাশি শুই,
এইতো হাতে গোনা হাজার মাইলের পথ- ফুরাবে নাহয়!
দিনরাত্রির ব্যবধানে বেধে নেই সময়;
তারপরেও পাশাপাশি শুয়ে আকাশের দিকে চাও!
দেখ, কালপুরুষ ফাঁদ পেতেছে!
অনুরাধা মুচকী হাসিতে-
অথচ কেমন ব্যাকুল চোখে চেয়ে আছে,
আঙ্গুল ছুঁয়ে দেখো রাত্রির আঁধারে, আমিও যেমন ছুইয়েছি!
-এসো পাশাপাশি শুয়ে- তোমার গান শুনি!-
ব্যথার আলাপ- অথবা...... অযথা-
আমার প্রলাপের মত শতছিন্ন কিছু কথা......
কিংবা বছর বিশেক পরে, পাশাপাশি বসে -
পুরোনো কথার ঝাপি খুলে দিও- শুনবো আমি
হাত ছুঁইছুঁই-
দুরুদুরু বুকে তখনো যদি, অস্ফুটে বলি -
এবার তোমার হই??
এবার নাহয় পাশাপাশি শুয়ে- রাত্রির দোলনাতে দুলি;
কালের পটুয়া আঁকুক আমাদের,
..................জলরঙে ছুঁয়ে তুলি!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।