"তোমাতেই শুরু, তুমিই শেষ করলে"
- আরিফুল হক - অপ্রকাশিত
আমার জন্মের শুরুতে তুমি কান পেতে ছিলে
হে মহাকাল, শেষের শুরু সেখানেই করলে...
অতিক্ষুদ্র দানার মত গড়িয়ে একাকী চলছি, জং-
ধরে যাওয়া কলমে কি ব্যথা!
আঁক কষেকষে-
মোটে বাগে আনতে পারিনি চমকিত সমাহারের আবেগ!
ভাবাবেগের দিনে কেমন উত্তাল,উদ্দাম এই আমি,
............ক্ষনেক্ষনে ঘুমিয়ে পড়ি ক্লান্ত শিশির-
-যে রোদের শাসনে বেমালুম উবে যায়!-
কি যায় আসে বল হে মহাকাল!
.....................কি আসে যায়!
কোথায় কোন মহা বিস্ফোরনের পরে তুমি করলে শুরু!
চারিদিক ফুলেফেঁপে...............কেমন তালগোল পাকিয়ে গেলো,
হলো দর্শনের শুরু!-
এলো মহাজাগতিক জ্ঞান,কবিদের দল-সদলে বেঁধে নিয়ে-
............ঝাপিয়ে পড়লো সাগরে,
............উড়ে গেলো আকাশে,
............ক্ষয়ে যাওয়া আঙ্গুলে বেয়ে ক্লান্ত হলো পাহাড়!
-"অভিযাত্রির দল ঘুরপাক খায় মেরুতে মেরুতে!"-
.....................তুমি এখনো কান পেতেই আছো,
-কেমন নির্মোহ চোখেসমর্পিত হতে
-দেখছো বিশ্বজগত!
............কুরেকুরে খেয়ে গেলে আমাদের আবাস!
............আবার নতুন আবাসের জন্ম;
-----আমার ঋদ্ধ কর্মের কোন শেষ তুমি বলে দাওনি,
আমার অপকর্মের জ্ঞান তুমিই দিয়েছো!
..............................মহাকাল তোমার বুকের ভেতর
কত ঋষিদের হলো ক্ষনজন্মের উৎসব!
-----শুনেছি তুমি সংকুচিতও হতে পারো,
আলো নাকি তোমাকে করে সংগত! গতির পাখোয়াজে-
-একটু আলো ফেলে দিলেই----
.........তুমি থমকেও দাঁড়াও!
আমি যদি হই আলো? অথবা -
গতির মিশেলে স্থাণুর দিক দেই পালটে?
-তবে আমায় দেবে ছাড়? মহাকাল ভীত আমি বড়,
............ভিত নড়ে গেছে,
;বড় আশংকায় বুঝে গেছি কখন যে আমার কানে কানে-
...কথা করে দেবে বন্ধ!
-আমি অন্ধের মত হাতরে ফিরি-আমাকে!
হাতরে ফিরি তোমাকে!---
............বারেবারে বড় ঠেকে ঠেকে শিখে গেছি-
তুমিই আমার জন্মের শুরুতেই কান পেতেছিলে!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।