"খালি পোস্টবক্স"
- আরিফুল হক

কই তাঁর চিঠিতো আর আসেনি,
বেঘোরে প্রান বুঝি যায়!
এমন অপেক্ষার দিন বুঝি শেষ!
বর্ষায় এক কবি লিখে যায়,

পোস্টবক্সে তলায় শ্যাওলার তাল
রানারের হেঁটে হেঁটে দশা বেহাল,

কই তাঁর লেখার চরন দেখিনা এখন
অথবা চুপিসারে উঁকি দিয়েছে কখন,
কবিও এমন বোকাসোকা বেভুলে কাতর
আশা নিয়ে চোখেমুখে শেষে ব্যথায় পাথর!

কই তাঁর চিঠিতো আর আসেনি,
এমন বরষার ঢল নেমেছে,
কালমেঘে নেচে বেড়ায় অশনি,
যার ইচ্ছে হলো সে ভুলেছে!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।